হ্নীলায় যৌতুকের জন্য দুই সন্তানের জননীকে রক্তাক্ত

ওয়ান নিউজঃ হ্নীলায় দাবীকৃত যৌতুক না পেয়ে দুই সন্তানের জননীকে নির্যাতন চালিয়ে রক্তাক্ত করেছেন পাষান্ড স্বামী। এর প্রতিকার চেয়ে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
জানা যায়, ১২ মার্চ দুপুর ২টার দিকে উপজেলার হ্নীলাস্থ পশ্চিম লেদার কুব্বাস আলীর পুত্র ফোরকান আহমদ (৩০) তার স্ত্রী ও একই এলাকার নুরুল ইসলামের মেয়ে শাহিদা বেগম (২৫) এর নিকট দুই লক্ষ টাকা যৌতুক দাবী করেন। দুই সন্তানের জননী শাহিদা যৌতুকের দাবীকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দু’জনের মধ্যে কথা কাটাকাটির জের ধরে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এক পর্যায়ে পাষান্ড স্বামী ফোরকান কিল, ঘুষি, লাথি ও ধাক্কা মেরে ফোলা জখমসহ রক্তাক্ত করে। স্ত্রীর শোর-চিৎকারে পাশ্ববর্তী লোকজন উপস্থিত হয়ে শাহিদাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। এব্যাপারে নির্যাতিত মহিলা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.