হোয়াইট হাউসে সরকারি চাকরি নেবেন ট্রাম্পের মেয়ে
ওয়ান নিউজ ডেক্সঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প হোয়াইট হাউসে চাকরি নেবেন। হোয়াইট হাউসের এক প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন। ওই কর্মকর্তা বলেন, হোয়াইট হাউসের সরকারি চাকুরে হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ইভানকা।
অবশ্য বাবার সঙ্গে হোয়াইট হাউসে প্রবেশের পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রধান নির্বাহী ক্ষমতার কার্যালয়ে কাজ করছিলেন ট্রাম্পের বড় মেয়ে ইভানকা। হোয়াইট হাউসে তার নিজের দপ্তর ছিল, কিন্তু তার কোনো সুনির্দিষ্ট পদ ও আনুষ্ঠানিক বেতন ছিল না। বাবাকে সহযোগিতা করতে হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করতেন ইভানকা।
হোয়াইট হাউসের প্রশাসনিক সূত্র তখন জানিয়েছিল, বড় বিবৃতি কিংবা ভাষণ দেওয়ার সময়ে ডোনাল্ড ট্রাম্পের ‘চোখ ও কান’ হয়ে কাজ করেন তিনি। এ ছাড়া হোয়াইট হাউসের অভ্যন্তরীণ তথ্যেও হস্তক্ষেপ করার অধিকার ছিল তার। ইভানকার আইনজীবী সংবাদমাধ্যম পলিটিকোকে জানিয়েছেন, বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময়ে ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ করবেন ইভানকা।
ওই একই কাজ এখনো করবেন ইভানকা। পার্থক্য হচ্ছে, এবারে হোয়াইট হাউসের বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজগুলো করবেন তিনি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.