হোয়াইট হাউসের প্রেস ডিনারে যাবেন না ট্রাম্প
ওয়ান নিউজ ডেক্সঃ বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস প্রতিনিধিদের সংস্থা ‘হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন’-এর সঙ্গে নৈশভোজে অংশ নেবেন না বলে গত শনিবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি হোয়াইট হাউসে নামকরা মার্কিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা নিয়ে তুমুল সমালোচনা চলছে। এই সমালোচনার ঝড় শেষ হতে না হতেই ট্রাম্প জানিয়েছেন এ বছর তিনি হোয়াইট হাউস প্রতিনিধিদের বার্ষিক নৈশভোজে যোগ দেবেন না। খবর বিবিসির।
১৯২৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের সব প্রেসিডেন্ট একবার হলেও হোয়াইট হাউস প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজে বসেছেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর শাসনকালে সাংবাদিকদের সঙ্গে আটবার নৈশভোজে অংশ নিয়েছেন।
এর আগে গত শুক্রবার হোয়াইট হাউসে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়। হোয়াইট হাউসের প্রেস সচিব শন স্পাইসার ওই সম্মেলনের আয়োজন করেছিলেন।
রয়টার্স জানায়, সংবাদমাধ্যম বিবিসি, সিএনএন, নিউইয়র্ক টাইমস, পলিটিকো, লস অ্যাঞ্জেলেস টাইমস ও বাজফিডের সাংবাদিকদের হোয়াইট হাউসে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.