হেরেও সুপার সিক্সে বাংলাদেশ
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার লক্ষ্যে শ্রীলঙ্কায় বাছাই পর্বে খেলছে বাংলাদেশ নারী দল। শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে রোমানাবাহিনী। ব্যাটিং ব্যর্থতার কারণে সাত উইকেটের বড় হারের স্বাদই পেতে হয়েছে তাদের। তবে চার ম্যাচে দুটি জয় পাওয়ায় সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ।
কলম্বোর পি সারা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। দুই ওপেনারই ফিরেছেন খালি হাতে। একমাত্র অধিনায়ক রোমানা ছাড়া আর কোনো ব্যাটসম্যানই উইকেটে থিতু হতে পারেননি। ফলে মাত্র ১০০ রানেই অলআউট হয়ে যায় দলটি।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন রোমানা। দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে কাটা পড়লে কার্যত শেষ হয়ে যায় বাংলাদেশের বড় স্কোরের আশা। এছাড়া সালমা খাতুন ১৬ ও সানজিদা ইসলাম ১৩ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সুনে লুস ও সাবনিম ইসমাইল ৩টি করে উইকেট নেন।
বাংলাদেশের দেওয়া ১০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় দক্ষিণ আফ্রিকার নারীরা। দুই ওপেনার লিজিলি লি ও লরা ওলভার্ডট ৫০ রানের জুটি উপহার দেন। এরপর বাংলাদেশ চারটি উইকেট তুলে নিলেও লক্ষ্য পেরোতে তেমন বেগ পেতে হয়নি প্রোটিয়াদের। ২৪.৪ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন লিজিলি লি। এছাড়া ওলভার্ডট করেন ৩০ রান। বাংলাদশের পক্ষে ১টি করে উইকেট নেন জাহানারা আলম, সুরাইয়া আজমিন, রোমানা আহমেদ ও সালমা খাতুন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.