হৃদরোগ রোগীদের জন্য ইটিটি পরীক্ষা চালু হবে

জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজার সদর হাসপাতালে সেবা সপ্তাহে

মোঃ নেজাম উদ্দিন,
স্বাস্থ্যখাতকে আরো উন্নত ও গতিশীল করতে জাতীয় শোক দিবস উপলক্ষে সেবা সপ্তাহ চালু করেছে কক্সবাজার সদর হাসপাতাল। সোমবার( ৮ আগস্ট ) সকালে হাসপাতালে ফিতা কেটে সেবা সপ্তাহ উদ্বোধন করেন কক্সবাজার সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাক্তার মোঃ মোমিনুর রহমান, সহকারী পরিচালক ডাক্তার মোহামদুল হক। উপস্থিত ছিলেন, গাইনি বিভাগের কনসালটেন্ট ডাক্তার ইফফাত সানিয়া, আবাসিক মেডিকেল অফিসার (প্রশাসন) ডাক্তার ফজলুল করিম, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশিকুর রহমান, আবাসিক ফিজিসিয়ান( আরএফ) ডাক্তার মোঃ সাইফুল্লাহ। ৮ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত মোট আট দিন এই স্বাস্থ্য সেবা সপ্তাহ চলমান থাকবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ৩১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক ডাক্তার বাসার মোহাম্মদ খুরশীদ আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ৮ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সেবা সপ্তাহ পালন করা হবে। শুধু জেলা হাসপাতাল নয় উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্স, মেডিকেল কলেজ হাসপাতাল,বিশেষায়িত হাসপাতালগুলো এই সেবা সপ্তাহ পালন করার জন্য বলা হয়।
কক্সবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আশিকুর রহমান জানান,১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠির প্রেক্ষিতে সোমবার থেকে (৮আগস্ট) সেবা সপ্তাহ চালু করেছি হাসপাতালে। সেবা সপ্তাহে বিশেষ কর্মসূচী রয়েছে, বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয়, প্রতিদিন বর্হিবিভাগে বিশেষজ্ঞ পরামর্শ ,বিশেষ অপারেশন কর্মসূচী, রক্তদান কর্মসূচী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ সেবা,ভায়া টেষ্ট,প্রসূতিপূর্ব ও প্রসব পরবর্তী সেবা, নারী ও বয়স্ক রোগীদের জন্য বিশেষ সেবা, এনসিডি সেবা বা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগিদের জন্য বিশেষ সেবা প্রদান করা হচ্ছে। আরেকটি বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করেছে কক্সবাজার সদর হাসপাতাল, তা হলো হৃদরোগ বিভাগে ইটিটি পরীক্ষা। সেবাটি এই সপ্তাহে চালু করা হবে। এটি জেলার হৃদরোগ রোগীদের জন্য ভোগান্তি কমাবে যা সরকারিভাবে প্রথম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা হাসপাতালের মান উন্নয়নে জাতীয় শোক দিবসকে সামনে রেখে হাসপাতালে আসা সকল রোগীকে উন্নতমানের সেবা প্রদান করে যাচ্ছি। এছাড়া এই হাসপাতালের জরুরি সেবা অন্যান্য হাসপাতালের চেয়ে ভাল সেবা প্রদান করে আসছে। সেবা সপ্তাহে স্কুল ছাত্রছাত্রীরা এখনো যারা রক্তের গ্রæপ নিণর্য় করেনি তাদের জন্য সুযোগ করে দিয়েছে সদর হাসপাতাল। সকাল থেকে বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় করা যাবে এই সপ্তাহে।

# বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
# প্রতিদিন বর্হিবিভাগে বিশেষজ্ঞ পরামর্শ
# বিশেষ অপারেশন কর্মসূচী
# রক্তদান কর্মসূচী
# প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ সেবা
# ভায়া টেষ্ট,প্রসূতিপূর্ব ও প্রসব পরবর্তী সেবা
# নারী ও বয়স্ক রোগীদের জন্য বিশেষ সেবা
# এনসিডি সেবা বা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগিদের জন্য বিশেষ সেবা
এদিকে সেবা সপ্তাহ উপলক্ষে কক্সবাজার সদর হাসপাতালের প্রতিটি ওয়ার্ড় পরিস্কার পরিছন্ন করা হয়েছে। এবং প্রতিটি ওয়ার্ড়ে আলাদাভাবে যেন নজর রাখা হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে বলে জানান আবাসিক মেডিকেল অফিসার।
সার্জারি বিভাগের ডাক্তার এস এম সরওয়ার জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে আমরা বিশেষ সেবা প্রদান করছি রোগীদের । আমরা সব সময় রোগীদের পাশে আছি, তাদের সমস্যার কথা শুনছি। এই সেবা সপ্তাহ স্বাস্থ্যখাত উন্নত করতে সহায়ক হবে এবং হৃদরোগ রোগীদের জন্য ইটিটি পরীক্ষা করার সুযোগ রয়েছে যা সরকারীভাবে জেলায় প্রথম। আশা করছি সেবা সপ্তাহে স্বস্থ্য সেবার মান উন্নত হবে এবং এই ধারাবাহিকতা চলমান থাকবে। কক্সবাজার সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাক্তার মোঃ মোমিনুর রহমান জানান, আমরা হাসপাতালে সেবা সপ্তাহ চালু করেছি । এই ৮দিন আমরা বিশেষভাবে রোগিদের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করার চেষ্টা করবো । এই সেবা সপ্তাহের মাধ্যমে অনেক রোগীরা সেবা পাবে বলে আমি মনে করছি।

 

 

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.