হৃতিককে না বলা অসম্ভব
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ কয়েকদিন আগে মুক্তি পেয়েছে হৃতিক রোশন ও ইয়ামি গৌতম অভিনীত ‘কাবিল’। সেই ছবিতে আইটেম গানে পারফর্ম করেন উর্বশী রাউতেলা। ‘হাসিনো কা দিওয়ানা’ শিরোনামের গানটি দর্শকদের মাতিয়েছেও বেশ।
সম্প্রতি একটি সাক্ষাত্কারে উর্বশী জানান, তিনি একজন অভিনেত্রী। তাই বিভিন্ন চরিত্রে বিভিন্ন ছবিতে অভিনয় করতে চান। আর এ কারণে ‘হাসিনো কা দিওয়ানা’র প্রস্তাবে হৃতিককে না বলতে পারেননি।
উর্বশীকে শিগগিরই দেখা যাবে স্বপন আহমেদ পরিচালিত ঢালিউড সিনেমা ‘পরবাসিনী’তে। এ সিনেমার প্রচারণায় তিনি ঢাকায় আসবেন।
সূত্র : জি নিউজ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.