হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক কমিটি

নিজস্ব প্রতিবেদক:
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

৭ সদস্যের কমিটিতে হাফেজ মাওলানা মুসলেহ উদ্দিন আহ্বায়ক, হাফেজ মাওলানা আব্দুল মান্নান যুগ্ম-আহ্বায়ক ও হাফেজ মাওলানা জামালুদ্দিন তাওহিদকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন, হাফেজ মাওলানা এরশাদুল্লাহ, হাফেজ মাওলানা আহসান হাবীব, হাফেজ মাওলানা জয়নাল আবেদীন, হাফেজ মাওলানা এনামুল হক।

ফাউন্ডেশনের সভাপতি হাফেজ ক্বারী আব্দুল হক ও সাধারণ সম্পাদক হাফেজ মুহা: নাসির উদ্দিন কমিটি অনুমোদন দেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় সাংবিধানিক নিয়ম অনুযায়ী বর্তমান কমিটিকে বিলুপ্ত করা হয় এবং আগামী ২ মাসের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিটি নবায়ন করার জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয় বলে জানান ফাউন্ডেশনের সভাপতি হাফেজ ক্বারী আব্দুল হক।

গত ২৭ জুলাই কেরানীগঞ্জ আল আশরাফ মসজিদ কমপ্লেক্সে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের নীতিনির্ধারণী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক হাফেজ মুহা: নাসির উদ্দিন।

শনিবার (৩০ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব হাফেজ মাওলানা জামালুদ্দিন তাওহিদ। অর্পিত দায়িত্ব যথাযথ পালনে তিনি সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.