হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

এম. কলিম উল্লাহ, উখিয়া:

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার ব্যবস্থাপনায় ৩ দিনব্যাপী হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।
উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং আমতলী সুলতানিয়া আজিজিয়া মাদ্রাসায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে এ প্রশিক্ষণ কোর্স শুরু হয়।
শনিবার (১৪ নভেম্বর ) দুপুরে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণের মাধ্যমে ৩ দিনের শিক্ষক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়। অনুষ্ঠানে ৫৯ জন প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়।
এ প্রশিক্ষণ কোর্সে প্রধান প্রশিক্ষক ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রশিক্ষক মাওলানা কারী হাফেজ আব্দুল কাদের।
উখিয়া উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয়া ৬৯ জন হাফেজ সাহেবানকে পবিত্র কুরআনুল কারীমের বিশুদ্ধ ও প্রাঞ্জল তিলাওয়াতের কায়দার প্রশিক্ষণের পাশাপাশি তারবিয়াতী তা’লীমও দেয়া হয় এ প্রশিক্ষণে। মুহতারাম কেন্দ্রীয় প্রশিক্ষক অত্যন্ত দক্ষতার সাথে প্রশিক্ষণার্থীদের তাজবিদী প্রশিক্ষণ দান করেন।


আয়োজকবৃন্দের নিষ্ঠাপূর্ণ প্রয়াস ও আন্তরিকতাপূর্ণ ব্যবস্থাপনায় এ আয়োজন হয়ে উঠে কুরআন-সুন্নাহর শিক্ষার বিকাশধারায় অনন্য মাইল ফলক। বিশেষতঃ সনদ বিতরণী অনুষ্ঠানে সম্মানিত ওলামায়েকেরাম, জনপ্রতিনিধি ও ইসলামী শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, গঠনমূলক নসীহত ও দিক -নির্দেশনায় এ আয়োজন হয়ে উঠে আরো সমৃদ্ধ, অনন্য সুন্দর ও প্রাণবন্ত। এ পবিত্র আয়োজনে আমারও শরীক হওয়ার খোশনসীব হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উখিয়া উপজেলা সভাপতি, ভালুকিয়া পালং সুলতানিয়া আজিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ নুরুল হকের সভাপতিত্বে সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রশিক্ষক মাওলানা কারী হাফেজ আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন, উখিয়া উপজেলার বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা কাজী আবু হারুন মোকাদ্দাস, বিশিষ্ট শিক্ষানুরাগী এড. আব্দুর রহিম, দাওয়াতুল হক মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল গফুর, ভালুকিয়া পালং মঈনুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা রফিকুল্লাহ, উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা হাফেজ মুফতি রিদওয়ানুল কাদের, তরুণ ওয়ায়েজ মাওলানা ওবাইদুল্লাহ রফিক, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কক্সবাজার জেলা সভাপতি মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ জামাল উদ্দীন তাওহীদ, অর্থ সম্পাদক মাওলানা হাফেজ মাহমুদুল হাসান, দায়িত্বশীল মাওলানা হাফেজ শওকত আলী, মরিচ্যা পাগলির বিল তাজবিদুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা নূর মুহাম্মদ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ তাওহিদুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক হাফেজ জমির আল-হাফিজসহ দায়িত্বশীল- সদস্যবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.