# সাবেক হুইপসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা
# ১২ জনের নাম উল্লেখ
নিজস্ব প্রতিবেদকঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১২ জনের নাম উল্লেখসহ দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) মামলার বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর থানার ওসি রকিবুজ্জামান। মামলার আসামি সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। মামলার বিবরণে জানা যায়, গত ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করছিল। মিছিল শেষে যখন তারা ফিরে যাচ্ছিল তখন শহরের গুনগাছ তলায় তাদের ওপর হামলা ও গুলি চালানোর অভিযোগ করা হয়। মামলার বিষয়টি কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ১২টার দিকে এজাহার পাই। শনিবার ১৫০ জনের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। কোনো গ্রেপ্তার নেই। পুলিশের একাধিক সূত্র এবং দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলাটিতে প্রধান আসামি করা হয়েছে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শহরের বাহারছড়া এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে শাহিনুল হক মার্শালকে। যদিও এজাহারে তার নাম লেখা হয়েছে মোহাম্মদ মার্শাল। ওই মামলায় দুই নম্বর আসামি মার্শালের অপর ভাই সাবেক সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল। এজাহারে তার নাম লেখা হয়েছে জুয়েল আহমদ। এ ছাড়া মামলায় আসামি করা হয়েছে সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, পৌর ছাত্রলীগ সভাপতি হাসান তারেকসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০/১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদি কক্সবাজার সদর মডেল থানার এসআই সেলিম এজাহারে উল্লেখ করেন, গেল ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করছিল। মিছিল শেষে যখন তারা ফিরে যাচ্ছিল তখন শহরের গুনগাছ তলায় শান্তিপূর্ণ মিছিলে হামলা ও গুলি চালায় উল্লিখিত বাদী ও আরও ১৫০ জন। এই ঘটনায় একজন মারা গেছেন।
৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.
Program iz Good post! We will be linking to this particularly great post on our site. Keep up the great writing
Hey there You have done a fantastic job I will certainly digg it and personally recommend to my friends Im confident theyll be benefited from this site
Excellent blog here Also your website loads up very fast What web host are you using Can I get your affiliate link to your host I wish my web site loaded up as quickly as yours lol