হিলিতে বিজিবি’র শীত বস্ত্র বিতরন
সোহেল রানা,(হিলি) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করেছে জয়পুরহাট-২০ বর্ডার গাড বাংলাদেশ (বিজিব)।আজ বুধবার (১৮ জানুয়ারী) দুপুরে মংলা ও বাসুদেবপুর ক্যাম্পের সীমান্ত এলাকার সাতকুডি রেলগেট গোহাড়া উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক শতাধিক গরীব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরন করা হয়। শীত বস্ত্র বিতরন অনুষ্ঠান উদ্বোধন করেন ব্যাটালিয়ানের অধিনায়ক লে:কর্ণেল মো:ইমতিয়াজ চৌধুরি।এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পরিচালক মেজর মাসরুর এস এ রুমী,স্থানীয় ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান,ইউপি সদস্য ও প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন,উভয় ক্যাম্পের কমান্ডারসহ বিজিবি সদস্যরা।বিজিবি অধিনায়ক লে:কর্ণেল মো:ইমতিয়াজ চৌধুরি বলেন,২০-ব্যাটালিয়ানের অধিনে ১৪টি বিওপি ক্যাম্প এলাকায় পর্যায়ক্রমে গরীব ও দুঃস্থব্যক্তিদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.