হিলারিকে কড়া ভাষায় আক্রমণ ট্রাম্পের

ওয়ান নিউজ ডেক্সঃ প্রেসিডেন্ট নির্বাচনে হারার পর থেকেই আড়ালে আছেন মার্কিন রাজনীতিবিদ হিলারি ক্লিনটন। বলতে গেলে জনসম্মুখে একদমই আসেন না তিনি। কিন্তু না চাইলেও তাকে আলোচনায় আসতে হচ্ছে।

শুক্রবার তাকে নিয়ে পর পর দুইটি টুইট করেছেন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময়কে টেনে এনে ট্রাম্প ওই টুইটগুলো করেন।

টুইটে হিলারির ইমেইল কেলেঙ্কারি নিয়ে ট্রাম্প আলোচনা করেছেন। টুইটারে ট্রাম্প লিখেছেন, হিলারির সমর্থকরা এফবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল। কিন্তু এফবিআইয়ের কাছে হিলারির ইমেইল কেলেঙ্কারি নিয়ে যেসব তথ্য ছিল সে অনুসারে তাকে নির্বাচনে দাঁড়াতে অনুমতি দেয়াটাই ঠিক হয়নি।

হিলারি জঘন্য এক অপরাধী। এফবিআই তার সঙ্গে অনেক ভালো আচরণ করেছে। নির্বাচনে হিলারি হেরেছে কারণ সে ভুল অঙ্গরাজ্যগুলোতে প্রচারণা চালিয়েছিল। তার প্রচারণাও উৎসাহব্যাঞ্জক ছিল না।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.