ডেস্ক নিউজ:
করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে যশোর হাসপাতাল থেকে পালানোর ৬ দিন পর ইউনুছ গাজীকে (২৮) আটক করেছে পুলিশ।
গত বুধবার রাতে চাঁদপুর জেলা শহরের বিপণিবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সঙ্গে থাকা তার মা, ফুফু ও বোনসহ সবাইকে আইসোলেশনে ভর্তি করা হয়। এর মধ্যে ফুফু হাজেরা বেগমের করোনা পজিটিভ হয়েছে।
জানা গেছে, ভারত থেকে চিকিৎসা শেষে ফেরত ইউনুছ গাজী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তার শরীরে ভারতীয় করোনা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। পরে তাকে যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হলেও গত ১৩ মে হাসপাতালের আইসোলেশনে ভর্তি থাকা অবস্থায় সে পালিয়ে যায়।
পালিয়ে যাওয়ার পর থেকে সে নিজ বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় না আসলেও ঢাকাসহ বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। এক পর্যায়ে সে চাঁদপুরে আসলে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে বুধবার রাতে থানা পুলিশ চাঁদপুর শহরের বিপণিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
এ সময় সঙ্গে থাকা ইউনুছ গাজীর মা পেয়ারা বেগম (৫৫), ফুফু হাজেরা বেগম (৬০) ও ফুফাতো বোন জেসমিন আক্তারকে (৪০) নিয়ে পুলিশ পাহারায় ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এর মধ্যে করোনা টেস্ট রিপোর্টে ফুফু হাজেরা বেগমের করোনা পজিটিভ আসায় তাকে শুক্রবার চাঁদপুর সদর হাসপাতালের আইশোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, ইউনুছ গাজী করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত থাকা অবস্থায় পালিয়ে যাওয়ার পর থেকেই খোঁজাখুঁজি করার পর উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
তিনি আরও জানান, গত ২২ মে গভীর রাতে যশোর ডিবি পুলিশের একটি দল ইউনুছ গাজীকে যশোর হাসপাতালে নিয়ে যায়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.