হাসপাতাল ছাড়ছেন হেফাজত আমির
ওয়ান নিউজঃ রাজধানীর পুরান ঢাকায় আজগর আলী হাসপাতালে ভর্তি হেফাজতে ইসলামের আমির ও দারুল উলম মইনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী আগের চেয়ে অনেকটা সুস্থ হয়েছেন।
আজ সোমবার হাসপাতাল ছেড়ে তিনি চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় চলে যাবেন। বেলা ১২ টায় তিনি বেসরকারি একটি হেলিকপ্টারে করে ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন।
সোমবার সকাল পৌনে ১১ টার দিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ তথ্য জানিয়েছেন।
ইসলামাবাদী বলেন, হুজুর (আহমদ শফী) এখন আগের চেয়ে অনেক ভালো। তিনি কথা বলতে পারেন। আজ বেলা ১২ টায় একটি হেলিকপ্টারে করে ঢাকা থেকে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় চলে যাবেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.