হার দিয়েই অধিনায়ক ধোনির বিদায়

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ কদিন আগেই সীমিত ওভারের ক্রিকেটে ভারত জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। মঙ্গলবার শেষবারের মতো ইংল্যান্ড একাদশের বিপক্ষে নেতৃত্ব দিতে মাঠে নেমেছিলেন। কিন্তু শেষটা মনে রাখার মতো হলোনা। তিন উইকেটের হার নিয়ে মাঠ ছেড়েছেন ‘অধিনায়ক’ ধোনি।

ক্যারিয়ারে শেষবারের মতো অধিনায়ক হিসেবে নেমেছিলেন ধোনি। সে কারণেই মুম্বাইয়ের ইংল্যান্ড একাদশ বনাম ভারত ‘এ’ দলের ম্যাচে চোখ ছিল সবার। গ্যালারিতেও ছিল সমর্থকদের উপচেপড়া ভিড়। দুর্ভাগ্য ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক ধোনির। ভারতের বিপক্ষে তিন উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নিল ইয়ন মরগ্যানের দল।

ইংল্যান্ড-ভারত ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে মুম্বাইয়ে টসে হেরে আগে ব্যাট করে ভারত। নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩০৪ রান তুলতে সমর্থ হয় স্বাগতিকরা। আম্বাতি রাইডুর সেঞ্চুরি বড় প্রভাব রাখে দলীয় রানে। ম্যাচে হারলেও ‘নেতা’ ধোনি ব্যাট হাতে চমক দেখিয়েছেন।

৪০ বলে খেলেছেন ৬৮ রানের ঝড়ো ইনিংস। ধোনি ছাড়াও ওপেনার শেখর ধাওয়ান (৬৩) আর দীর্ঘদিন পর দলে ফেরা যুবরাজ সিংয়ের ৪৮ বলে ৫৬ রানের ইনিংস মিলে বড় সংগ্রহ পায় ভারত।

জবাবে সাত বল হাতে রেখেই তিন উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড ক্রিকেট দল। আশিস নেহরা, যুবরাজ সিং, মোহিত শর্মাদের উপর একরকম চড়ে বসেছিল ইংলিশ ব্যাটসম্যান স্যাম বিলিংস- জেসন রয়রা। ৮৫ বলে ৯৩ রানের ইনিংস খেলা বিলিং এদিন দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান সংগ্রাহক। এ ছাড়া জেসন রয় ৬৭, জস বাটলারের ৪৬ দলকে দ্রুত জয়ের পথে এগিয়ে দেয়।

ভারতের হয়ে কুলদীপ যাদব একাই পাঁচ উইকেট নিয়েছেন।

প্রস্তুতি ম্যাচ বলে ভাবনা থাকছে না ভারত দলের। কিন্তু অধিনায়ক ধোনির মনে খচখচানিটা হয়তো রয়েই যাবে। এর আগে অনেকটা হুট করেই সীমিত ওভারের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন গত বছরে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পাশাপাশি সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নেওয়া ধোনি। নতুন অধিনায়ক হিসেবে টেস্টের পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটেও নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন বিরাট কোহলি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.