হাবিব উল্লাহ মেম্বারের উদ্যোগে এমপি কমলের সুস্থতায় দোয়া মাহফিল

রামু প্রতিনিধি:

রামুর কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য হাবিব উল্লাহ মেম্বারের উদ্যোগে কক্সবাজার সদর-রামু ০৩ আসনের মাননীয় সংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার এমপির সুস্থতায় দোয়া, ইফতার মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।

০৭ মে শুক্রবার কাউয়ারখোপ উখিয়ারঘোনা নাপিতের ঘোনা কেন্দ্রীয় জামে মসজিদে এমপি কমলের রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ, বিশেষ অতিথি হিসাবে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য নুরুল ইসলাম নাহিদ, ইউনিয়ন ছাত্রলীহ নেতা ছানা উল্লাহ বাবুলসহ স্থানীয় আলেমগন উপস্থিত ছিলেন।

জানা যায়, দোয়া ও ইফতার মাহফিলের পুর্ববর্তী সময়ে উখিয়ারঘোনা এলাকায় ৬০০ জনের অধিক জনগনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

দোয়া ও ইফতার মাহফিলের আয়োজক হাবিব উল্লাহ মেম্বার জানান, যে মানুষটি নিজের জীবন বিপন্ন করে করোনায় আক্রান্ত রোগিদের সেবা দিয়েছেন সেই মানুষটি করোনা ভাইরাসে আক্রান্ত। আমার রাজনৈতিক গুরু মাননীয় সংসদ সদস্য জননেতা সাইমুম সরওয়ার কমল এমপির সুস্থতায় আজকের আমার এই আয়োজন। দেশবাসী সহ সকলের কাছে দোয়া কামনা করছি প্রিয় নেতার সুস্থতার জন্য।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.