হাফেজ ও এতিমদের সম্মানে দারুল আরক্বমে ইফতার

নিজস্ব প্রতিবেদকঃ
বাহারি আইটেমে হাফেজ ও এতিমদের ইফতার করালো কক্সবাজার দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসা।

বুধবার (৫ মে) শহরের লালদীঘি পাড় শাখায় মাদরাসা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজির সভাপতিত্বে ইফতার আয়োজনে লালদীঘি জামে মসজিদ কমিটির সদস্য হারুনুর রশীদ, মারমেইড হোটেলের ব্যবস্থাপক নুরুল হক, কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় মাদরাসার শিক্ষকরাও সঙ্গে ছিলেন।

শিক্ষকবৃন্দের আন্তরিকতাপূর্ণ ইফতার আয়োজনে এতিম শিক্ষার্থীরা প্রাণ পেয়েছে।

ইফতারির ঠিক আগ মুহূর্তে বাহারি আইটেমে যখন দস্তরখানা সজ্জিত করা হচ্ছিল, তখন এতিমদের মাঝে আনন্দের ছাপ লক্ষ্য করা যায়। দারুল আরক্বমের এই আয়োজনে তারা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.