ইমাম খাইর:
করোনাকালে সরকার নির্দেশিত বিধিনিষেধ অমান্য করার অপরাধে তিনটি যাত্রীবাহী বাসকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
এছাড়া একটি খাবার প্রতিষ্ঠানকেও অর্থদন্ড দেয়া হয়।
শনিবার (২২মে) বেলা দেড়টার দিকে শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা।
দন্ডপ্রাপ্তরা হলো- হানিফ পরিবহন ৩,০০০, রামু লাইন ১,০০০, চকরিয়া স্পেশাল সর্ভিস ১,০০০ এবং লিংকরোডের মায়ের দোয়া রেস্তোরাঁ ১,০০০ টাকা।
সরকারি বিধি নিষেধ অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় তাদের জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা।
তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা ও কঠোরতার পরও অনেকে স্বাস্থ্যবিধি মানছে না। নির্দেশনা পালন করছে না যাত্রীবাহী বাসসমূহ। যারা বিধিনিষেধ প্রতিপালন করছে না তাদের আইনের আওতায় আনা হচ্ছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.