নীতিশ বড়ুয়া, রামু
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রামুবাসী ঐক্যবদ্ধ ছিলো। উপজেলা নির্বাচনেও এমপি কমলের সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ লক্ষ্যে রামু উপজেলার ৬১টি ভোট কেন্দ্র ভিত্তিক নেতৃবৃন্দ হাতে হাত রেখে শপথ গ্রহন করেছেন। আসন্ন রামু উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত বিশাল মত বিনিময় সভায় এ শপথ নেন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতারা। এতে সর্বস্তুরের নেতৃবৃন্দ এমপি কমল সমর্থিত নেতাদের নৌকা প্রতীকে মনোনীত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।
রবিবার (৩ ফেব্রæয়ারি) বিকালে সাইমুম সরওয়ার কমল এমপি’র বাসভবন “ওসমান ভবন” প্রাঙ্গনে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, যারা বিগত সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে কেন্দ্রে যায়নি তাদের রামুবাসী কখনো ভোট দেবে না।
সমাবেশে বক্তারা বলেন, কক্সবাজার-রামুবাসীর ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে ছুটে চলা গণমানুষের নেতা এমপি কমলের পছন্দের প্রার্থীকেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবে। কোন অপশক্তি এ বিজয় ঠেকাতে পারবে না। সভায় হাজার হাজার জনতা হাত তুলে এমপি কমলের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার দৃঢ় অঙ্গীকার করেন।
সভায় চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রামু উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আবছার কামাল সিকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোং, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল কবির হেলাল, রামু উপজেলা কৃষকলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সালাহ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী, সাবেক ইউপি সদস্য আফসানা জেসমিন পপি বক্তব্য রাখেন।
রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়ার সঞ্চালনায় মত বিনিময় সভায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদ সদস্য শামশুল আলম, নুরুল হক কোম্পানী, মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ মাস্টার, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুল গনি চেয়ারম্যান, কচ্ছপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ, বিশে^র দীর্ঘমানব আওয়ামীলীগ নেতা জিন্নাত আলী, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট মোজাফ্ফর আহমদ হেলালী, যুবলীগের সহ সভাপতি ওসমান সরওয়ার মামুন, আওয়ামীলীগ নেতা সৈয়দ মো. আবদু শুক্কুর, জেলা যুবলীগ নেতা পলক বড়–য়া আপ্পু, জেলা তাঁতীলীগের সহ সভাপতি আনছারুল হক ভূট্টো, সাংসদ কমলের একান্ত সচিব ও জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সম্পাদক, সাংসদ কমলের একান্ত সচিব আবু বক্কর ছিদ্দিক, উপজেলা তাঁতীলীগ সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি শফিউল আলম কাজল, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি মিজানুল হক রাজা, সাধারণ সম্পাদক রাশেদুল হক বাবু, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক, ছাত্রলীগ নেতা মোহাম্মদ নোমান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি একরামুল হাসান ইয়াছিন প্রমূখ। এছাড়া রামু উপজেলার ৬১টি ভোট কেন্দ্রে সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দুপুরের পর থেকে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলার ১১ ইউনিয়নের ৬১টি ভোট কেন্দ্র ভিত্তিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে বিশাল মিছিল শ্লোগান ও বাদ্য-বাজনা সহকারে মত বিনিময় সভাস্থলে আসতে থাকে। বিকাল হতেই ওসমান ভবন প্রাঙ্গন, স্বপ্নপুরী সড়ক লোকে লোকারন্য হয়ে উঠে। একের পর এক মিছিল ও জন¯্রােত এর ফলে চৌমুহনী স্টেশন সহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
মতবিনিময় সভায় রামু উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, সৈনিকলীগ, তাঁতীলীগ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা সমাবেশে উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.