হাতরসকাণ্ডের প্রতিবাদে পথে মমতা

শনিবার কলকাতায় তৃণমূলনেত্রীর মিছিল।

ওয়ান নিউজ ডেক্সঃ হাতরসকাণ্ডে দেশজুড়ে শোরগোল। ফুটছে জাতীয় রাজনীতি। এবার প্রতিবাদে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল, শনিবার কলকাতায় হাতরসের ঘটনার প্রতিবাদে মিছিল করতে চলেছেন তৃণমূল নেত্রী।

শনিবার মহানগরের রাজপথে হাতরসের নির্মমতা-নৃশংসতার প্রতিবাদ ৷ আগামিকাল বিকেল ৪টেয় বিড়লা তারামণ্ডল থেকে গান্ধীমূর্তি পর্যন্ত হাতরসের প্রতিবাদে তৃণমূলের পদযাত্রা ৷ নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷

শুক্রবারই হাতরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রবল পুলিশি প্রতিরোধের মুখে পড়ে তৃণমূলের চার সদস্যের প্রতিনিধি দল ৷ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশ কর্মীদের বিরুদ্ধে ৷ এই দলে ডেরেক ও’ব্রায়েন ছাড়াও ছিলেন, কাকলি ঘোষ দস্তিদার, মমতাবালা ঠাকুর এবং প্রতিমা মণ্ডল ৷

পরে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে অবস্থান বিক্ষোভ করে ডেরেক সহ অন্যান্য প্রতিনিধিরা । বৃহস্পতিবার রাহুল গান্ধীকেও ঘটনাস্থলে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল । বাধা দেওয়া হয় সংবাদমাধ্যমকেও । এদিন এই ঘটনা পরম্পরার নিন্দা করে কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল মহিলা কংগ্রেস । এবার দলনেত্রী নিজেই নামছেন রাস্তায় ।

শুক্রবার তৃণমূল শীর্ষ নেতৃত্ব দলীয় বিধায়কদের নিয়ে এক ভার্চুয়াল সভা ডেকেছিলেন । এই সভাতেও স্থির হয় রাজ্য জুড়ে ব্লকে ব্লকে মিছিল করবে তৃণমূল । একই সঙ্গে ৩ থেকে ১২ অক্টোবর বিধানসভাওয়ারি সম্মেলনেও বিজেপির দলিতঘৃণা ও হাতরস নিয়ে বুথস্তরেও প্রচার করবে তৃণমূল ।সূত্রঃ নিউজ ১৮ বাংলা।

উল্লেখ্য, এনসিআরবির তথ্য বলছে ২০১৯ সালে মহিলাদের উপর অপরাধে দেশের মধ্যে এক নম্বরে উত্তরপ্রদেশ ৷ যোগীরাজ্যে গত বছর ৫৯ হাজার ৮৫৩টি এমন অপরাধের ঘটনা ঘটে ৷

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.