হাটহাজারীতে গ্যাসের অভাবে চুলা জ্বলছে টিমটিম করে
গ্যাস সংকটের কারণে প্রতিদিন ভোর ছয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত চূলা জ্বলছে না। বাজার থেকে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার ও চূলা কিংবা লাকড়ি ক্রয় করে রান্নার কাজ সারতে হচ্ছে গৃহিণীদের। আবার গ্যাস সংকটের কারণে হাটহাজারীর দুটি সিএনজি ফিলিং স্টেশন ও বাজারের বিভিন্ন হোটেলেও রান্নায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ সুত্রে জানা যায়, হাটহাজারী নয় এ সংকট চট্টগ্রামের অনেক এলাকায় গ্যাসের প্রচুর সংকট রয়েছে। বিষয় গুলো দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.