রফিকুল ইসলাম (রিজভী), নাইক্ষ্যংছড়িঃ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস। মহানস্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী আজ।
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সর্বোচ্চ প্রতিষ্ঠান হাজী এম এ কালাম সরকারি কলেজ কর্তৃক জাতির জনক বন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালন করা হয়।
সভায় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব ও আ ম রফিকুল ইসলাম।
সিনিয়র প্রভাষক জনাব নীলোৎপল বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি তার বক্তবে বলেন ১৯৭৫ নৃশংস ও মর্মস্পর্শী এক হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের মানুষ হারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে ঘাতক ও ষড়যন্ত্র কারীরা চেয়েছিল বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে, কিন্তু তা পারেনি। আজ তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে দেশ পরিচালনা করছেন।
তিনি ছাত্রছাত্রীদের উদ্যেশ্যে বলেন, বঙ্গবন্ধুর দেশপ্রেম ও আদর্শ ধারন করে দেশকে এগিয়ে নিয়ে সোনার বাংলাদেশ গড়তে পারলেই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরন হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক জনাব এমদাদুল্লা মোঃওসমান, জনাব জসিম উদ্দিন,সিনিয়র প্রভাষক প্রিয়তোষ শর্মা চন্দন, মিজানুর রহমান, এ বি এম মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষকের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র প্রভাষক জেবুন্নাহার চৌধুরী, সিনিয়র প্রভাষক শফিউল আলম, প্রিয়তুষ শর্মা চন্দন, প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক মুজিবুর রহমান, সিনিয়র প্রভাষক নজরুল ইসলাম জমাদ্দার, প্রভাষক আয়াজ রহামান, প্রভাষক মনিষা বড়ুয়া, প্রভাষক মুজিবুল হক, প্রভাষক হাসান আহমেদ সোবহানী প্রমুখ।
ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মুমিনুল আলম মুমু, মোঃ সেলিম, ইফতেখারুল আবরার,রুবিনা খানম মিতু,আব্দুল কাইয়ুম, লুৎফুর কবির প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.