ওয়ান নিউজঃ সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের হিসাবের সব তথ্য চেয়েছে সংস্থাটি।
রবিবার (১১ আগস্ট) বিএফআইইউ’র সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশ ছেড়ে পালানোর সময় তিনি ঢাকা বিমানবন্দরে আটক হন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো কর্তৃপক্ষ এর সত্যতা নিশ্চিত করেনি এখন পর্যন্ত।
এর আগে রোববার (৪ আগস্ট) রাতে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের পরিবারের সদস্যরা ইকে ৫৮৬ নম্বর ফ্লাইটযোগে দেশ ছাড়েন। তাদের গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর। তবে তার পরিবারের সদস্যরা অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকেন।
হাছান মাহমুদ বিতর্কিত নির্বাচনে চট্টগ্রাম রাঙ্গুনিয়া (চট্টগ্রাম-৭) থেকে একাধিকবার সংসদ সদস্য মনোনীত হন।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশে বলা হয়েছে, মোহাম্মদ হাছান মাহমুদ, তার স্ত্রী নুরান ফাতেমা এবং মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়ী হিসাব জব্দ করতে হবে। ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই নির্দেশ দেওয়া হয়।
২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের পর হাছান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। এর আগে তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.