হাকিমপুর পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দূর্ভোগ

সোহেল রানা,(হিলি) দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর(হিলি) পৌর এলাকায় সুষ্ঠ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পৌরবাসীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। যদিও ড্রেন নির্মান করা হয়েছে, কিন্তু সেগুলো নিয়মিত পরিষ্কার না করায় ময়লা-আবর্জানায় ভরে দূর্গন্ধ ছড়াচ্ছে। জানা যায়, ১৯৯৮ সালে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ১নং হিলি ইউনিয়নকে পৌরসভা ঘোষনা করা হয়। কিন্তু ১৮ বছরেও গড়ে ওঠেনি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। সামান্য বৃষ্টির পানিতে গুরুত্বপূর্ন স্টেশন রোড, চেকপোষ্ট রোড, হাসপাতাল রোড় ও বাজার রোডে এক হাটু পানিতে ভরে ওঠে। এলাকাবাসী জানান, এক সময় পৌরসভার পানি পূর্বদিক দিয়ে তুলশীগঙ্গা নদীতে গিয়ে পড়তো। কিন্তু বর্তমানে প্রভাবশালী ব্যক্তিরা অবৈধ ভাবে রাস্তার পাশে জায়গা গুলো ভরাট করে অট্রালিকা তৈরি করছে। এতে করে পৌর এলাকায় জলাবদ্ধতার
সৃষ্টি হয়। হাকিমপুর(হিলি) পৌরসভার মেয়র জলবদ্ধতার কথা স্বীকার করে বলেন, ড্রেন নির্মানের কাজ চলছে, আরো ড্রেন নির্মান করা হবে। আশা করি সামনে বর্ষা মৌসুম থেকে এধরনের জলবদ্ধাতার সৃষ্টি হবে না।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.