হলিউডে বর্ণবাদের শিকার প্রিয়াংকা

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ চারিদিকে ক্রিসমাসের হাওয়া বইছে। সে হাওয়া বইছে বলিউড পাড়ায়। তাই বলিউডের বেশির ভাগ তারকাই ক্রিসমাস কাটাতে পাড়ি জমাচ্ছেন দেশের বাহিরে। তবে এক্ষেত্রে একটু ভিন্ন দিকে বলিউড গ্ল্যামার প্রিয়াংকা চোপড়া। সদ্য হলিউডের কাজ করে আসা প্রিয়াংকা ক্রিসমাস কাটাতে ফিরেছেন দেশে।

দেশে ফিরে টিভি শো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে এসে হলিউডে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার মতো দুঃখজনক ঘটনা জানান প্রিয়াংকা। প্রিয়াংকা বলেন, এরপর কেউ বলিউড থেকে হলিউডে কাজ করতে গেলে অবশ্যই জেনে যাওয়া উচিত তাকে কোন চরিত্রে কাজ করতে দেয়া হবে।

এছাড়াও তিনি লসএঞ্জেলসের বিমানবন্দরের লাউঞ্জে প্রথম শ্রেণির যাত্রীদের জন্য নির্ধারিত জায়গায় বসেছিলেন। তখন এক বিমানবন্দর কর্মী এসে তার সঙ্গে দুর্ব্যবহার করেন। যখন তিনি জানান, তার কাছে প্রথম শ্রেণির টিকিট রয়েছে, তখন ক্ষমা চান ওই ব্যক্তি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.