হলিউডে অভিনয় নিয়ে কী বললেন দীপিকা
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ প্রিয়াংকা চোপড়ার মতো হলিউড মাতিয়েছেন দীপিকা পাডুকোনও! ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেইজ’ এ ব্যান ডিজেল এর সাথে সমানে অভিনয় করেন দীপিকা। বর্তমানে ব্যস্ত আছেন ভারতের বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালীর ‘পদ্মাবতী’ নিয়ে। ‘পদ্মাবতী’তে তার সাথে আছেন রণবীর সিং ও শহীদ কাপুর। ক্যারিয়ারের তুঙ্গে অবস্থানরত দীপিকাকে নিয়ে আশা করছিলো তিনি হয়তো নতুন কোন হলিউডের মুভিতে অভিনয় করবেন। কিন্তু তিনি ভিন্ন কথাই শুনালেন।
একটি প্রমোশনাল ইভেন্টে তাকে জিজ্ঞেস করা হয় নতুন কোন হলিউড মুভিতে সাক্ষর করেছেন কিনা। লম্বা পায়ের এই সুন্দরী জানিয়ে দিয়েছেন নতুন কোন প্রজেক্টে আসলে তিনি সাক্ষরের কথা ভাবছেন না। তিনি আরও জানাচ্ছেন তার কাছে অনেক ফিল্মের প্রস্তাব আসছে কিন্তু তিনি কোনটাতেই সম্মতি জানাননি।
তাই আপাতত দীপিকাকে হলিউডের পর্দায় দেখা যাচ্ছেনা দীপিকাকে। ভালো কোন চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসলে হয়তো দেখা যেতে পারে এই বলিউড সুন্দরীকে। সূত্র: টাইমস্ অব ইন্ডিয়া
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.