হরিণাকন্ডুতে কৃষি অফিসের আয়োজনে মাঠ দিবস পালিত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

ঝিনাইদহের হরিণাকন্ডুতে উপজেলা কৃষি অফিসের আয়োজনে বারি সরিষা-১৪ এর মাঠ দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার পৌর বøকের পার্বতীপুর আমের চারা এলাকায় অনুষ্ঠিত বারি সরিষা মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।

 

উপজেলা কৃষি অফিসার মুহম্মদ আরশেদ আলী চৌধুরীর সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা সমবায় কর্মকর্তা মৃণাল কান্তি মল্লিক, বিআরডিবি কর্মকর্তা জহির উদ্দিন বাবর, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র খাইরুল ইসলামসহ পৌর এলাকার কৃষক প্রতিনিধিসহ প্রচুর সংখ্যক কৃষক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় রাজস্ব খাতের অর্থের আওতায় ২০১৬-২০১৭ বছরের মাঠ দিবসে বারী সরিষা-১৪ এর সফল ভুক্তভোগী প্রদর্শনী ভুক্ত চাষী রইচ উদ্দিন বারি সরিষা-১৪ চাষে সফলতা লাভ করায় কৃষকদেরকে এ চাষে উদ্বুদ্ধ করণের উপর এ মাঠ দিবসের আয়োজন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে প্রদর্শনী ভুক্ত চাষী রইচ উদ্দিন বারি সরিষা চাষে তার লাভ  জনক সফলতা উল্লেখ করে কৃষকদেরকে এ চাষে এগিয়ে আসার আহবান জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.