স্যাভলন খেয়ে হাসপাতালে রোহিঙ্গা নারী

ইমাম খাইরঃ
পারিবারিক কলহের জেরে ঝগড়া ও ভাবির সাথে রাগ করে স্যাভলন খেয়েছে লায়লা বেগম (২৮) নামের রোহিঙ্গা নারী।

বৃহস্পতিবার (২৭ মে) রাত সোয়া ৮ টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এর বি-ব্লকস্থ শেড নং-১০৫১/৪ বাসায় এ ঘটনা ঘটে।

তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লায়লা বেগম ওই ক্যাম্পের ছলিমুল্লাহর স্ত্রী।

শুক্রবার দুপুরে খবরটি জানিয়েছেন কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন-(এপিবিএন) অধিনায়ক মোঃ তারিকুল ইসলাম তারিক।

তিনি জানান, লায়লা বেগম নামের রোহিঙ্গা নারী ১১২ এম.এল পরিমাণ স্যাভলন খেয়ে ফেলেন। ঘটনার সংবাদ পেয়ে নয়াপাড়া এপিবিএন ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারণ অনুসন্ধান করে।

তথ্যে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে লায়লা বেগম তার ভাবি ইসলাম খাতুন (স্বামী- সাহাবুদ্দিন, শেড নং- ১০৫১/৪, এম আর সি-২৭১২৭ (এ) এর সাথে ঝগড়া করে তরল স্যাভলন পান করে। পরবর্তীতে নয়াপাড়া এপিবিএন স্থানীয় লোকজনের সহায়তায় তাকে নয়াপাড়া আইপিডি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তিনি আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.