স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ওয়ান নিউজঃ স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ভোর ৬টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। ৪৬তম স্বাধীনতা দিবসের প্রথম প্রহর ২৬ মার্চ ভোর ৬টা ১ মিনিটে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। তার পরপরই প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় তারা ৭১’র মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এসময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল বিউগলে করুণ সুর বাজায়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.