স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জুয়েল রিমান্ডে
ওয়ান নিউজ ডেক্সঃ রাজধানীর শেরেবাংলা নগর থানার বিস্ফোরক আইনে করা মামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তাকে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার রাত পৌনে ৯টায় রাজাবাজার এলাকা থেকে জুয়েলকে আটক করা হয়।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নাশকতার অভিযোগে বিস্ফোরক আইনে এ মামলা করা হয়। মামলা নাম্বার ৭(১২)১৭।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.