স্কুল ফাঁকি দিয়ে প্রেম, ২৮ প্রেমিক যুগল আটক

ওয়ান নিউজ ডেক্সঃ স্কুল কলেজ ফাঁকি দিয়ে কুমিল্লা মহানগরীর সিটি পার্ক, চিড়িয়া খানা ও বোটানিক্যাল গার্টেনে প্রেমের অভিসারে মিলিত হতে এসে জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে আটক হয়েছেন ২৮ প্রেমিক যুগল।

রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিবির ওসি একেএম মঞ্জুর আলমের নেতৃত্বে ডিবির ৬টি টিম এ অভিযান চালায়।

অভিযানে অংশ নেয়া ডিবি পুলিশের এসআই শাহ কামাল আকন্দ জানান, আটকরা নগরীর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কারো কারো শরীরে প্রতিষ্ঠানের ড্রেসও ছিল। পরে বিকেল ৪টা পর্যন্ত তাদের অভিভাবকদের ডিবি অফিসে ডেকে এনে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

এদিকে, ছেলে-মেয়েদের লেখাপড়ার স্বার্থে ডিবির এই অভিযানকে সচেতন মহল থেকে ধন্যবাদ জানানো হলেও আটকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে এটা বেরসিক পুলিশের বাড়াবাড়ি একটু বেশিই হয়ে গেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.