সৌদি আরবে দুর্ঘটনায় মহেশখালীর গিয়াসের মৃত্যু
নেজাম উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুরের বাসিন্দা গিয়াস উদ্দীন(৩৫)। ভবন নির্মাণের কাজ করতে গিয়ে ১০ জানুয়ারি সৌদি সময় বেলা ১১টায় তার মৃত্যু হয়। নিহত প্রবাসী গিয়াস শাপলাপুর ইউনিয়নের মুকবেখী এলাকার মৃত গোলাম কুদ্দুসের ছেলে। তিনি দু’ছেলে ও এক মেয়ের জনক। গিয়াস উদ্দীনের ভাতিজা আবদুল্লাহ আল মামুন জানান, ২০০৫ সালে নির্মাণ শ্রমিকের ভিসা নিয়ে সৌদি আরব গিয়েছিলেন গিয়াস উদ্দীন। প্রবাসে যাবার পর থেকে তিনি দু’বার দেশে এসেছিলেন। চলতি মাসের শেষ সপ্তায় তার তৃতীয়বার দেশে আসার কথা ছিলো। স্ত্রী ছকিনা খাতুন বিলাপ করে বলেন, স্বামী মারা যাওয়াতে আমাদের সব শেষ হয়ে গেছে। তাকে তো আর জীবিত দেখতে পাব না, শেষ বারের মতো মরদেহটা দেখতে চাই। তাকে দেশে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি চেয়েছেন পরিবারের সদস্যরা। শাপলাপুর ইউপি চেয়ারম্যান নুরুল হক ও গিয়াসের এলাকার মেম্বার সৈয়দ আলম ঘটনাটি শুনেছেন উল্লেখ করে বলেন, পরিবার সদস্যরা চাইলে সরকারের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগে সহযোগিতা করা হবে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, পরিবারের সদস্যরা যথাযথভাবে আবেদন করলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.