ওয়ান নিউজ ডেক্সঃ সৌদি আরবের জিজান প্রদেশের সামতা এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশী ও একজন ভারতীয় মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় অপর এক বাংলাদেশী স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মোশারফ হোসেন মন্ডলের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। তিনি সামছুল হক মন্ডলের ছেলে। তার একটি কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে। গুরুতর আহত মো. সুজনের বাড়ি কুমিল্লার মেঘনা থানায়।
দেশটির পুলিশ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তরা কয়েকজন তাদের হতাহতদের ময়লাবাহী গাড়িতে ২০/২২ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে সামনে বসা দু’জন ঘটনাস্থলেই নিহত হন।
নিহত মোশারফের ভাই আনোয়ার মন্ডল জানান, হতাহত সবাই স্থানীয় ফাহাদ কোম্পানির পরিচ্ছন্নতা কর্মী। গুলি ছোড়া এক দুর্বৃত্ত সৌদি নাগরিককে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট হতাহতের সহায়তায় জিজানের ঘটনাস্থলে একজন কর্মকর্তাকে পাঠায়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.