সোনাদিয়ার প্যারাবনে ওয়াচ টাওয়ারে দাড়িয়ে প্রকৃতি দেখার সুযোগ

বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজার, মহেশখালি কুতুবদিয়া ও সোনাদিয়া উপকূলে যাওয়ার পথে বাকখালী নদীর মোহনায় যে প্যারাবনের দেখা মেলে তাই সোনাদিয়া প্যারাবন। বিগত ৯আগষ্ট এ বনের ভেতর নির্মিত পর্যবেক্ষণ টাওয়ার উদ্ধোধনের মধ্য দিয়ে সোনাদিয়া প্যারাবন দেখার আনুষ্টানিক ঘোষনা দেন কতৃপক্ষ। সুন্দরবনের আদলে গড়ে তোলা এ বনে পর্যটকেরা ওয়াচ টাওয়ারে দাড়িয়ে প্রকৃতি ও সাগরের অপুর্ব লীলাভূমি দেখা যায়। কবি সাহিত্যিক আর প্রকৃতি প্রেমীরা বারবার ছুটে আসে এ ওয়াচ টাওয়ার দাড়িয়ে সোনাদিয়াতে দেখতে। সোনাদিয়ার বন প্রকৃতির মাঝে ২০৬ প্রজাতির পাখির বিচরণ রয়েছে বলে তথ্য পাওয়া যায়,সংশ্লিষ্ট সুত্রে। এরমধ্যে রয়েছে দেশি ১৪৯ ও ৫৭ প্রজাতির অতিথি পাখি।বিশ্বের বিলুপ্তপ্রাপ্ত অনেক পাখিও সোনাদিয়ার চরে দেখা যায়। যার মধ্যে রাশিয়া থেকে আসা বিলুপ্ত প্রজাতির চামচ ঠুটো বাটন পাখি রয়েছে সোনাদিয়ার চরে। সোনাদিয়ার প্যারাবনের দুদিকে বঙ্গোপসাগর ও একদিকে বাঁকখালী নদীর মোহনা। এর মাঝে প্রায় ৬০০হেক্টর জমিতে বাইন,কেওড়া সহ নানা প্রজাতির শ্বাসমূলীয় উদ্ভিদের এ ম্যানগ্রোভ বন। পর্যবেক্ষণ টাওয়ারটি জনসাধারণ কিংবা পর্যটকের জন্য উন্মুক্ত করলেও মহেশখালির অনেকে জানেন না বিষয়টি তাই পাঠকের জন্য তুলে ধরা হলো বিষয়টি। মহেশখালির সব খবর পাঠকের আস্থা পুরনে বদ্ধপরিকর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.