সৌম্য-মুমিনুলের পর তামিমও সাজঘরে!
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ দিনের শুরুতেই গুঁড়িয়ে যাওয়ার পথে বাংলাদেশের ম্যাচ বাঁচানোর স্বপ্ন! গল টেস্টের পঞ্চম দিনের দ্বিতীয় বলেই আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন আগের দিন দুর্দান্ত শুরু করা সৌম্য সরকার। একটু পর ওয়ানডে ডাউনে নামা মুমিনুল হকও আউট। সৌম্য-মুমিনুলের পথ অনুসরণ করে তামিম ইকবালও ফিরে গেছেন সাজঘরে। বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ দেখতে না দেখতেই ৩ উইকেটে ৮৩!
পঞ্চম দিনের শুরুতেই একটা জুয়া খেললেন শ্রীলঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ। স্পেশালিস্ট কোনো বোলার নন, দিনের প্রথম ওভারটি করতে দিলেন অকেশনাল বোলার আসেলা গুনারেত্নকে। হেরাথ এই জুয়ায় শুরুতেই জয়ী। গুনারত্নের বলেই বোল্ড সৌম্য। আগের দিনের ঠিক ৬৭ রানেই ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি।
এরপর একটু পর মুমিনুলকে ফেরান দিলরুয়ান পেরেরা। মাত্র ৫ রান করে মুমিনুল হয়ে গেছেন এলবিডব্লুউ। মুমিনুল আউট করার ঠিক পরের ওভারেই তামিমকে বিদায় করেন পেরেরা। শ্রীলঙ্কার ৩৪ বছর বয়সী অফস্পিনারের বাউন্সি বলে প্রথম স্লিপে গুনারত্নের হাতে ক্যাচ দিয়েছেন তামিম। আগের দিনের ১৩ রানের সঙ্গে আর ৬ রান যোগ করে আউট হয়েছেন ১৯ রানে।
জিতলে হলে বাংলাদেশকে শেষ দিনে করতে হবে ৩৯০ রান। দুরূহ সেই চিন্তা বাদ দিয়ে ম্যাচ বাঁচানোটাই লক্ষ্য মুশফিকুর রহীমের দলের। কিন্তু সাতসকালেই ৩ উইকেট হারিয়ে সেই স্বপ্ন এখন মাটিতে গড়াগড়ি খাওয়ার জোগাড়! এই প্রতিবেদন লেখার সময় জুটি বেঁধে শুরুর এই বিপর্যয় রোধ করার চেষ্টা করছেন অধিনায়ক মুশফিক ও সাকিব আল হাসান। এরই মধ্যে ১৬ রানের জুটি গড়ে দলের সংগ্রহটাকে নিয়ে গেছেন ৯৯ রানে। বাংলাদেশে কত দূর যেতে পারবে, তা অনেকটাই নির্ভর করছে এই জুটির উপর।
উল্লেখ্য, প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করেছিল ৪৯৪ রান। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ৩১২ রানে। ১৮২ রানে এগিয়ে থাকা শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ২৭৪ রান করে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.