সেমিতে সেই ভারতের সাথে মুখোমুখি বাংলাদেশ!
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এরপর থেকেই সেমিতে টাইগারদের প্রতিপক্ষকে হবে তা নিয়ে শুরু হয়েছে হিসেব-নিকেশ। স্বপ্নের ফাইনালে যেতে বাংলাদেশকে পেরুতে হবে ভারত, শ্রীলঙ্কা না পাকিস্তান বাধা? তবে এরই মধ্যে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো শেষ চারের সূচিতে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ভারতের নাম উল্লেখ করে দিয়েছে। রোববার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।
গ্রুপ ‘এ’ রানার্স-আপ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে উঠেছে বাংলাদেশ। সূচি অনুসারে মাশরাফি বিন মুর্তজার দলের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন দল। রান রেটে বিশাল ব্যবধানে এগিয়ে থাকায় বিরাট কোহলিদেরই গ্রুপ সেরা হওয়াটা একরকম নিশ্চিত বলা যায়। ওভালে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারানোর পর ভারতের রান রেট +১.৩৭০। ৩ ম্যাচে ২ জয়ে তাদের অর্জন ৪ পয়েন্ট।
সেমিতে বাংলাদেশ ভারতের মুখোমুখি হলে এটি হবে আইসিসি টুর্নামেন্টের নক-আউট পর্বে দুদলের দ্বিতীয় লড়াই। এর আগে গত ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পরস্পরের মোকাবেলা করেছিল দুদল। সে ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছিল টাইগাররা। পুড়তে হয়েছিল হারের হতাশায়। এরপর থেকেই ভারত-বাংলাদেশ ম্যাচের উত্তেজনার পারদটা হয়েছে আকাশছোঁয়া। মাঠের লড়াইয়ে যুদ্ধ যুদ্ধ ভাব। সে ম্যাচে হারের প্রতিশোধ এবার নিতে পারবেন মাশরাফিরা?
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.