সেন্টমার্টিন দ্বীপে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার
ওয়ান নিউজঃ টেকনাফ থানার সেন্টমার্টিন দ্বীপ এলাকা থেকে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্টগার্ড। ইয়াবার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা। বুধবার ভোর রাতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এতে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
কোস্টগার্ড পূর্বজোনের জোনাল কমান্ডার (গোয়েন্দা) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপের অদূরে ইয়াবা পাচারকারীদের একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে ধাওয়া করলে তারা একটি ব্যাগ সাগরে ফেলে দ্রুতগতিতে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা ভাসমান ব্যাগটি থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করে।
উদ্ধার করা ইয়াবাগুলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হস্তান্তর প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.