সেনা কল্যাণ সংস্থার কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন সেনা প্রধান
ওয়ান নিউজ ডেক্সঃ সেনাবাহিনী প্রধান ও সেনা কল্যাণ সংস্থার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সেনা কল্যাণ সংস্থার কল্যাণমূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি এ কল্যাণ সংস্থার অগ্রযাত্রার সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আজ রোববার খুলনার মংলা বন্দর এলাকায় সেনা কল্যাণ সংস্থার পরিচালিত সিমেন্ট ও এলপিজি’ ফ্যাক্টরি উদ্বোধনকালে এ আহ্বান জানান।
মংলা সিমেন্ট ফ্যাক্টরি নবনির্মিত ৩য় ইউনিটে উৎপাদিত ‘সেনা সিমেন্ট’ ইউরোপিয়ান প্রযুক্তি নির্ভর ও অত্যাধুনিক।
উদ্বোধনকালে তিনি ২টি ফ্যাক্টরির বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
সেনা প্রধান সংস্থার বহুবিধ কল্যাণ কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে নতুন ব্রান্ডের সিমেন্ট ও এলপিজি’র ব্যবসায়িক সফলতার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান ও এলপিজি ও সিমেন্ট প্রকল্প পরিচালক কর্নেল মোহাঃ নুরুল ইসলাম বক্তব্য রাখেন।
বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়াও এলিফ্যান্ট ব্র্যান্ড, সেনা সিমেন্ট ও এলপিজি ব্র্যান্ডের ডিলারসহ বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।বাসস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.