সেনাবাহিনীতে প্রথম যুক্ত হলো ‘এফএম-৯০’ মিসাইল

ওয়ান নিউজঃ বাংলাদেশ সেনাবাহিনীর এয়ার ডিফেন্স শাখায় এই প্রথম যুক্ত হলো ‘এফএম-৯০’ মিসাইল। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এর পরীক্ষামূলক নিক্ষেপ করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের ইনানিতে সেনা ক্যাম্পের সামনে আনুষ্ঠানিকভাবে এ মিসাইলের পরীক্ষামূলক নিক্ষেপ করা হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ সময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী সূত্র জানায়, এফএম-৯০ মিসাইল বর্তমান সময়কার একটি অত্যাধুনিক বিমান বিধ্বংসী সমরাস্ত্র যা বাংলাদেশ সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। এই ক্ষেপনাস্ত্র সকল প্রকার বিমান, ড্রোন এবং এুুজ মিসাইলকে ভূপাতিত করতে সক্ষম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.