সেঞ্চুরি সব সময়ই স্পেশাল: সৌম্য

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ এশিয়া কাপের পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে যায়গা হারিয়েছেন সৌম্য সরকার। তবে বাজে পারফরম্যান্সে দলে জায়গা হারালেও ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সে ফেরার দাবি জোড়ালো করেছেন দ্রুতই। জাতীয় ক্রিকেট লিগে তিন রাউন্ড খেলে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি করেছেন। সর্বশেষ ম্যাচে নিয়েছেন ৫ উইকেটও। শুক্রবার বিসিবি একাদশের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে করেছেন সেঞ্চুরি। যে সেঞ্চুরিটি নিজের কাছে ‘স্পেশাল’ বলে জানালেন সৌম্য সকরার।

এদিন বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দেন সৌম্য সরকার। আগে ব্যাট করে জিম্বাবুয়ে করেছিল ১৭৮ রান। জবাবে সৌম্যর অপরাজিত ১০২ রানে ভর করে ১১ ওভার বাকী থাকতেই ৮ উইকেটে জয় পায় বিসিবি একাদশ।

দলে এক সময় অটোমেটিক চয়েজ হলেও এখন আর সৌম্যর সেই অবস্থান নেই। তাই যে কোনো পর্যায়ে সেঞ্চুরি তার জন্য বড় কিছুই হওয়ার কথা। জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরিটি স্পেশাল অবশ্য অন্য কারণে।

যদিও ওয়ানডে দল ঘোষণা হয়েছে আগেই। তারপরও এই ম্যাচে চোখ ছিল কোচ, নির্বাচক থেকে শুরু করে সবারই। সৌম্যকে আগের দিন জাতীয় লিগের ম্যাচ খেলে খুলনা থেকে চলে আসতে হয়েছে সাভারের। দূর্গা পূজার বিসর্জনের দিন পরিবারের সঙ্গে কাটাতে চাইলেও শেষ পর্যন্ত তা হয়নি।

তাই এম্যাচে বড় ত্যাগ স্বীকার করে খেলতে হয়েছে সৌম্যকে, ‘শারীরিক দিক থেকে একটু কঠিন ছিল। মানসিক দিক থেকে অন্যভাবে প্রস্তুতি নিয়েছিলাম। রাতের মধ্যে যতটুকু সম্ভব রিকভারি করে খেলা যায় সেই চেষ্টা ছিল। সকাল বেলায়ও একটা জার্নি ছিল। সে সব মাথায় না নিয়ে চেষ্টা করেছি যতটা স্বাভাবিক খেলা খেলা যায়। ঠিক করেছিলাম, যতক্ষণ সুস্থ থাকব বা শরীর সায় দেবে স্বাভাবিক ক্রিকেটটা খেলব।’

এই ত্যাগ স্বীকার করে ভালো খেলাটা তৃপ্তি দিচ্ছে সৌম্যকে, ‘একশ তো একশই। একশ করলে তো আনন্দ হবেই…। সেঞ্চুরি তো অবশ্যই স্পেশাল। কিছু একটা ত্যাগ করে কিছু একটা পাওয়া তো অবশ্যই স্পেশাল।’

তবে সেঞ্চুরি করে তৃপ্তির ঢেকুর তুলতে চাননা এই ব্যাটসম্যান, ‘এখানে ভালো করে আমি স্বস্তি পাব, এ ধরনের কিছু ভাবিনি। জাতীয় ক্রিকেট লিগে খেলছিলাম। সেখান থেকে এসে এখানে খেলা, এটা অন্য ফরম্যাট। চেষ্টা ছিল উইকেটে থাকার।’

দলের বাইরে থাকলে ফেরার জন্য চাপ কাজ করে সব ক্রিকেটারেরই। তবে সৌম্য এই চিন্তা মাথা থেকে ঝেড়ে সব জায়গায়ই খেলাটা উপভোগ করতে চান, ‘একটা সময় চিন্তা ছিল যে, বাইরে আছি দলে ফিরতে আমাকে ভালো করতে হবে। এখন চেষ্টা করি যে, তেমন কোনো চিন্তা না করে নিজের খেলাটা খেলতে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.