সুয়ারেজের জোড়া গোলে বার্সার বড় জয়
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ স্প্যানিশ লা লিগায় রোববার রাতে বড় জয় পেয়েছে বার্সেলোনা। লুইস সুয়ারেজের জোড়া গোলে তারা ৪-১ ব্যবধানে হারিয়েছে এস্পানিওলকে। সুয়ারেজ ছাড়াও গোল করেছেন লিওনেল মেসি ও আলবা।
রোববার ম্যাচের ১৮ মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সা। প্রথমার্ধে এই একটি গোলই হয়। তবে দ্বিতীয়ার্ধে চার-চারটি গোল হয়। তার তিনটি করেছেন বার্সার তারকারা। আর একটি করেছে এস্পানিওলের ডেভিড লোপেজ।
এ জয়ের ফলে ১৬ ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট নিয়ে রিয়ালের আরো কাছে অবস্থান নিয়েছে লুইস এনরিকের শিষ্যরা। ১৫ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৩৭ পয়েন্ট।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.