সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপিপন্থীদের জয়

ওয়ান নিউজঃ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের নির্বাচনে ৮টিতে জয় পেয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা, ৬টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগপন্থীরা। রাতভর ভোট গণনা শেষে শুক্রবার সকালে নির্বাচন পরিচালনা উপ-কমিটির সমন্বয়ক জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান ফল ঘোষণা করেন।

সভাপতি পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত (জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য) প্যানেলের জয়নাল আবেদিন। তিনি পেয়েছেন ১৯২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত (সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ) প্যানেলের আবদুল মতিন খসরু পেয়েছেন ১৮৯৫ ভোট। সম্পাদক পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি পেয়েছেন ১৯১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত রবিউল আলম বুদু পেয়েছেন ১৮৪৬ ভোট।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মো. অজিবউল্লাহ ও বিএনপি সমর্থিত উম্মে কুলসুম বেগম রেখা। তার ভোট পেয়েছেন যথাক্রমে ২৩৪৮ ও ১৯৮০। সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত হামিমা সুলতানা দিপ্তী ও আওয়ামী লীগ সমর্থিত মো. শফিকুল ইসলাম। তারা ভোট পেয়েছেন যথাক্রমে ২০৫৩ ও ১৯০৭। কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত রফিকুল ইসলাম হিরু। তিনি পেয়েছেন ২১২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত এ বি এম রফিকুল ইসলাম তালুকদার রাজা পেয়েছেন ১৭৬১ ভোট।

২০১৭-১৮ মেয়াদের জন্য ১৪ সদস্যের কার্যকরী কমিটি গঠনের এই নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় বুধবার সকাল ১০টা থেকে। বৃহস্পতিবার বিকেল ৫টায় শেষ হয় ভোটগ্রহণ। দুই দিনব্যাপী নির্বাচনে এবার পাঁচ হাজার ৮১ জন ভোটারের মধ্যে তিন হাজার ৯২৮ জন ভোট দেন। ১৪টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী নির্বাচন করেছেন। আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবী ছাড়াও স্বতন্ত্রভাবে সভাপতি পদে একজন এবং সম্পাদক পদে দু’জন অংশগ্রহণ করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.