সীতাকুণ্ডে পাহাড় ধসে পাঁচজনের মৃত্যু

চট্রগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় ধসে ৫ জন নিহত হয়েছেন। উপজেলার জঙ্গল ছলিমপুর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভূঁইয়া শুক্রবার সকালে পরিবর্তন ডটকমকে জানান, টানাবর্ষণে বৃহস্পতিবার রাতে জঙ্গল ছলিমপুর এলাকায় পাহাড়ধসে ৫ জন মারা গেছেন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.