সিরিজ হামলায় রক্তাক্ত বাগদাদ, নিহতর সংখ্যা বেড়ে ৫৯
ওয়ান নিউজ ডেক্সঃ ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী হামলাস্থল থেকে একটি গাড়ি সরিয়ে নেওয়া হয়।ইরাকের রাজধানী বাগদাদে সিরিজ হামলায় কমপক্ষে ৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। স্থানীয় সময় সোমবার এসব হামলা হয়।
বাগদাদের সদর শহরের ব্যস্ততম একটি চত্বরে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) এক হামলাকারী। এতে ৩৯ জন নিহত হন।
এ ছাড়া বাগদাদের অন্য স্থানে হামলায় ২০ বেসামরিক নাগরিক নিহত হন। হামলার দায় স্বীকার করে নিজেদের বার্তা সংস্থা আমাকে আইএস জানায়, এটি ছিল ‘শহীদি অভিযান’।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেন, দিনমজুর খোঁজার ভান করেছিল আত্মঘাতী হামলাকারী। তাঁর কথামতো শ্রমিকরা জড়ো হলে সে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়।
বোমা হামলার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই কিছু মৃতদেহ সরিয়ে নেয় শিয়া নেতা মুক্তাদা আল-সদরের অনুগত মিলিশিয়ারা।
কয়েক সপ্তাহ ধরে বাগদাদে নতুন করে হামলা শুরু হয়েছে। গত শনিবার বাগদাদের প্রাণকেন্দ্রে একটি হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হন। এ হামলার দায় স্বীকার করে আইএস।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.