সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের সলঙ্গায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডু্বে তানজিদ আহম্মেদ (৪) নামে এক শিশু মারা গেছে।
বৃহস্পতিবার (২০ মে) বিকা ৩টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের মাছুয়াকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু তানজিদ আহম্মেদ মাছুয়াকান্দি গ্রামের আব্দুল আলিম শেখের ছেলে।

পরিবারের লোকজন নিখোঁজের এক ঘণ্টা পর পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুরকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে জানান, দুপুরে বাড়ির পাশে খেলা করছিল তানজিদ। খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পরিবারে লোকজন। দীর্ঘ এক ঘণ্টা খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশু তানজিদকে ভাসতে দেখে উদ্ধার করে স্বজনরা।

পরে স্থানীয় সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাপস কুমার তানজিদকে মৃত ঘোষণা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.