সিমলাকে নিয়ে মরতে চেয়েছিলেন পলাশ!

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমান ছিনতাইয়ে চেষ্টাকারী পলাশের মৃত্যুর পর থেকেই প্রকাশ পায় ঢাকাই সিনেমার গ্লামারাস নায়িকা সিমলা ছিলেন পলাশ আহমেদের দ্বিতীয় স্ত্রী। প্রেম থেকে বিয়ে, এরপর পলাশের মানসিক সমস্যা দেখিয়ে সেই বিয়ে ডির্ভোসে পরিণত হয়। আর সেই ব্যর্থতার আঘাত থেকেই বিমান ছিনতাইয়ের চেষ্টার মতো ঘটনাও ঘটান পলাশ। তবে মাদ্রাসা পড়ুয়া পলাশ সিমলাকে বিয়ে করার আগেই জড়িয়ে পড়েন মাদক ব্যবসায়। মাদকাসক্ত জীবন তাকে পরিবার এবং সিমলা থেকেও বিছিন্ন করে দেয়।

নিহত পলাশ ২৪ সেপ্টেম্বর ২০১৮তে নিজের ফেসবুকে একটি পোষ্ট করেছিলেন। সেখানে লেখা ছিল- ‘এই হচ্ছে আমার বউ যে আমার হাজারো ভুলের মাঝে, আমাকে সহ্য করে পার করে দিলো ১ টি বছর, দোয়া করবেন যাতে সারাটা জীবন এই পাগলীটা আর আমি এক সাথে থেকে যেনো মরতে পারি, বউ অনেক ভালবাসি তোমায় আর কস্ট দেবোনা, শুভ বিবাহ বার্ষিকি আদরের পুতুল বউ আমার। I love You lot more then my self…!!!’

প্রসঙ্গত, রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইকারীর কবলে পড়েছিল। এরপর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের ওই ফ্লাইটটি ১৩৪ যাত্রী ও ১৪ ক্রু নিয়ে জরুরি অবতরণ করে। পরে কমান্ডো অভিযানে সন্দেহভাজন বিমান ‘ছিনতাই চেষ্টাকারী’ নিহত হয়। কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদের লাশ গ্রহণ করেছেন তার বাবা পিয়ার সরদার। সোমবার রাত ১২টার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে পতেঙ্গা থানা পুলিশের তত্ত্বাবধানে পিয়ার সরদার ছেলের লাশ গ্রহণ করেন। এর আগে পতেঙ্গা থানা পুলিশের একটি দল নারায়নগঞ্জ থেকে পলাশের বাবাকে চট্টগ্রামে নিয়ে যায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.