সিবিআইইউ মুটকোর্ট টিমের ঢাবি মুটকোর্ট প্রতিযোগিতা ২০১৯ এ অংশগ্রহণ

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

২৭, ২৮ ও ২৯ শে নবেম্বর অনুষ্ঠিত হবে ডিইউএমসিএস-টিআইবি মুটকোর্ট প্রতিযোগিতা -২০১৯। এতে অংশগ্রহণ করছে দেশের স্বনামধন্য প্রায় সব বিশ্ববিদ্যালয়। এই ধারাবাহিকতায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের মুটকোর্ট টিম ও অংশগ্রহণ করছে। ইতিমধ্যে সিবিআইইউ মুটকোর্ট টিম তাদের মেমোরিয়াল অায়োজক কমিটিকে জমা দিয়েছে। উক্ত মুটকোর্ট প্রতিযোগীতায় অংশগ্রহনের উদ্দেশ্যে আজ বিকেলে চার সদস্যের সিবিআইইউ মুটকোর্ট টিম ঢাকা ইউনিভার্সিটির উদ্দেশ্যে কক্সবাজার হতে ইউনিভার্সিটি কতৃপক্ষের অনুমতি নিয়ে রওনা দিয়েছে।
মুটকোর্ট টিমের সদস্যরা হলো টিম কোচ ও মুটকোর্ট কো-অর্ডিনেটর অরুপ রতন সাহা পার্থ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ এর সভাপতি ও ল ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মোঃ মোয়াজ্জম মোর্শেদ (জিনান), ল ক্লাব এর ওমেন এফেয়ার্স এক্সিকিউটিভ সদস্য নুরসি ইসলাম এবং ল ক্লাবের এক্সিকিউটিভ সদস্য সচিব কর্মকার । সিবিআইইউ আইন বিভাগের চেয়ারম্যান মুটকোর্ট টিমের জন্য শুভকামনা জানিয়ে বলেন, আইনের শিক্ষার্থীদের জন্য মুটকোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে আইন অনুষদ কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন মুটকোর্ট প্রতিযোগিতায় সুনামের সহিত অংশগ্রহণ করে আসছে। এসময় তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কতৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন মুটকোর্ট এ সর্বাত্মক সহযোগীতার জন্য। মুটকোর্ট টিমের কোচ অরুপ রতন সাহা বলেন, আইনের শিক্ষার্থীদের জন্য মুটকোর্ট এর বিকল্প নেয়। প্রতিটি আইনের শিক্ষার্থীদের মুটকোর্ট করা প্রয়োজন। মুটকোর্ট আইনের শিক্ষার্থীদের একজন আদর্শ আইনজীবী হতে পরিপূর্ণ ভুমিকা পালন করে। এসময় তিনি সিবিআইইউ মুটকোর্ট টিম এর সফলতা কামনা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.