সিএমপির মাসিক অপরাধ সভা

আবুল কালাম, চট্টগ্রাম:
চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশের নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) নগরীর পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন(সিএমপি) পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

সভায় সিএমপি কমিশনার তার বক্তব্যে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় ধন্যবাদ জ্ঞাপন করেন। এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। তিনি সকল জোনের ডিসিদের স্ব স্ব জোনে মাদক ও ছিনতাই প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন। রুজুকৃত মামলা ও অভিযোগ সমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে নির্দেশ দেন।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.