প্রেস বিজ্ঞপ্তিঃ
সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম – সিইএইচআরডিএফ জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ২৪ অক্টোবর (শনিবার) আলীরজাহালস্থ সিইএইচআরডিএফ এর সাব-অফিসে বিকালে প্রতিষ্টাবার্ষিকী পালন করা হয়।
ফোরামের পরিচালক(প্রোগ্রাম) রুহুল আমিনের সভাপতিত্বে ও সম্পাদক(অর্থ) রেজাউল হায়াত এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইএইচআরডিএফ এর পরিচালক(কো-অর্ডিনেশন এফেয়ার্স) আব্দুল মান্নান রানা।
আলোচনায় সভায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন কেন্দ্রীয় সদস্য হুমায়ুন কবির রিফাত।
সভায় জাতিসংঘ, এর কাঠামো, বিবর্তন ও বিকাশ, অঙ্গসংগঠন, কার্যপরিধি, সম্ভাবনা, সংকট, চ্যালেঞ্জ, এসডিজি ও লক্ষ্যসমূহ, ভবিষ্যৎ করণীয় ও তারুণ্যের চাহিদা বিষয়ে আলোচনা হয়।
স্বাগত বক্তব্য রাখেন পানি ফাউন্ডেশন এর সমন্বয়ক নুরুল আবছার।
বক্তব্য রাখেন বড় মহেশখালী ফোরাম সহ-ব্যবস্থাপক(প্রচার) ফরহাদ আলম ফাহাদ, স্টুডেন্ট ফোরাম সমন্বয়ক রায়হান উদ্দিন রাজন, পাঠাগার আন্দোলন সহ-ব্যবস্থাপক(প্রচার) সাহাব উদ্দিন, শাপলাপুর সমন্বয়ক নাসির উদ্দিন সোহেল প্রমূখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রাইম এসিস্ট্যান্ট সুলতানা জেসমিন, কমিউনিকেশন এসিস্ট্যান্ট উলফাতুল মোস্তফা রানা, পানি ফাউন্ডেশন এর সহ-সমন্বয়ক(সংগঠন) ইশরাফ উদ্দিন গালিব, সদস্য ছেনুয়ারা আক্তার, মনীষার সদস্য নাদিয়া নাসরিন, বড় মহেশখালী ফোরাম ডেভেলপমেন্ট সেক্রেটারি আহসান উল্লাহ, এক্টিভিস্ট সারা ইসলাম, মৌমিতা মিম, সাজেদুর রহমান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.