মোঃ নেজাম উদ্দিন,
রামুর কক্সবাজার দক্ষিণ বনবিভাগের পানের ছড়া রেঞ্জের বাইন্যাকাটার মোহাম্মদ হোসেন ঘোনা এলাকায় বেশকিছু সামাজিক বনায়নের গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার(৬মার্চ) দুপুরে খবর পেয়ে রামু উপজেলা প্রশাসন তাৎক্ষনিক ঘটনাস্থলে গেলে সামাজিক বনায়নের ছোট গাছ কাটা অবস্থায় দেখতে পায় । তা জব্দ করে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তাকে হস্তান্তর করা হয় বলে জানা যায়। এদিকে সন্ত্রাসী বাহিনীরা স্থানীয় পানেরছড়া বিট কর্মকর্তা সোহেল হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাকে ধারারো অস্ত্র দিয়ে আক্রমণ করে বলে জানান বিট কর্মকর্তা। বনদস্যূদের আক্রমণ আন্দাস করতে পেরে বনবিভাগের লোকজন পিছু হটে। পরে রামু উপজেরা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে কর্তনকৃত সামাজিক বনায়নের গাছগুলো জব্দ করে। ততক্ষণে বনদস্যূরা পালিয়ে যায়। স্থানীয়রা মনে করছে এই সামজিক বনায়নের গাছ কাটায় রেঞাজ কর্মকতৃাসজ জড়িত রয়েছে না হয় তারা এভাবে সামাজিক বনায়নের গাছ কাটতে সাহস পেত না । এব্যাপারে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহত এর সাথে মোবাইলে কথা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা জানান,গোপন সংবাদের ভিত্তিতে পানের ছড়া রেঞ্জের বাইন্যাকাটার মোহাম্মদ হোসেন ঘোনা এলাকায় বেশকিছু সামাজিক বনায়নের গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে বলে খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে ঘটনার সত্যতা মিলে দেখা যায় বেশ কিছু সামাজিক বনায়নের গাছ কাটা হয়েছে । তা জব্দ করে রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহতকে বুঝিয়ে দেয়া হয়েছে। বন বিভাগ যারা কেটেছে তাদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সরওয়ার আলম জানান, স্থানীয় কিছু বনদস্যূ সামাজিক বনায়নের গাছ কেটে ফেলেছে এমন খবর পেয়ে বিট কর্মকর্তা সোহেল হোসেনসহ ফোর্স নিয়ে গেলে তাদের ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। পরে রামু উপজেলা প্রশাসনসহকারে অভিযান পরিচালনা করে সামাজিক বনায়নের কর্তনকৃত গাছগুলো জব্দ করা হয়।তাদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শুরুতে বিট কর্মকর্তা সোহেল হোসেনকে আক্রমন করলেও পরে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।।
১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৫৪
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.