সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ গ্রেপ্তার

ওয়ান  নিউজঃ সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদকে আটক করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যার দিকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে গ্রেপ্তার করে সিএমপির কোতোয়ালী থানায় নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী।

তিনি বলেন, সাবেক ইসি সচিব হেলাল উদ্দিনকে ঢাকা মেট্রোপলিটন থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি কোতোয়ালী থানা পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি-পিআর) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করেন। এ বিষয়ে বিস্তারিত ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) পক্ষ থেকে জানানো হবে।’

প্রসঙ্গত, হেলালুদ্দিন অবসরে যাওয়ার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে।

  1. FinTechZoomUs বলেছেন

    FinTechZoomUs I very delighted to find this internet site on bing, just what I was searching for as well saved to fav

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.